প্রবীণ আইনজীবী বিজন প্রসাদ মজুমদারের পরলোকগমন
চাঁদপুরের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট বিজন প্রসাদ মজুমদার আজ সোমবার ভোর সাড়ে ৫টায় চাঁদপুর শহরস্থ মুন্সেফ পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ মেয়ে অলকা ও বহ্নিশিখাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিজন প্রসাদ মজুমদার ছিলেন চাঁদপুরের কিংবদন্তীতুল্য আইনজীবী প্রয়াত বরদা প্রসন্ন মজুমদারের জ্যেষ্ঠ পুত্র। তিনি জ্যেষ্ঠ হলেও তাঁর পূর্বে তাঁর ছোট দুভাই যথাক্রমে বিনয় প্রসাদ মজুমদার ও অ্যাডভোকেট বিভূতি প্রসাদ মজুমদার অকালে মৃত্যুবরণ করেন। তাঁর একমাত্র বোন হোমিও চিকিৎসক শিবানী মজুমদার।
বিজন প্রসাদ মজুমদার চাঁদপুর কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষকতা করেন। তাঁর স্ত্রী প্রয়াত জ্যোৎস্না রাণী মজুমদার ছিলেন চাঁদপুরের সর্বপ্রথম নৃত্য সংগঠন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখার সভাপতি।
বিজন প্রসাদের মেজোভাইয়ের ছেলে অ্যাডভোকেট পলাশ মজুমদার হচ্ছেন চাঁদপুরের সহকারী পাবলিক প্রসিকিউটর ও চাঁদপুর রোটারী ক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি। অ্যাডঃ পলাশ জানান, তার জেঠা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বেলা ১২টায় তাঁর মরদেহ প্রথমে কালীবাড়ি মন্দিরে ও পরে গোপাল জিউড় আখড়ায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চাঁদপুর আদালত অঙ্গনে আইনজীবীদের শ্রদ্ধা নিবেদনের জন্যে নিয়ে যাওয়া হয় এবং তারপর মঠখোলাস্থ পারিবারিক মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, দুটি মন্দিরে তার মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।