৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
চাঁদপুর সদরে আক্কাছ আলী রেলওয়ে স্কুলের কৃতিত্ব


৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-এ উপজেলা পর্যায়ে চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমী কয়েকটি ইভেন্টে সাফল্য পেয়েছে। প্রতিযোগিতার চাঁদপুর সদর উপজেলা আসরে এবার আক্কাছ আলী স্কুল হ্যান্ডবলে (বালিকা) চ্যাম্পিয়ন, হ্যান্ডবলে (বালক) রানার্স আপ, কাবাডিতে (বালিকা) রানার্স আপ, ফুটবলে (বালিকা) রানার্স আপ, সাঁতার ১ম ৪টি, ২য় ২টি এবং ৩য় ১টিতে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করে। এসব ইভেন্টে কৃতিত্বের জন্যে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
৯ সেপ্টেম্বর চাঁদপুর আউটার স্টেডিয়ামে সদর উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টসমূহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।