• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শনিবার দেশে ফিরবেন পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো প্রোটন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আগামী ১০ সেপ্টেম্বর শনিবার চিকিৎসা শেষে দেশে ফিরবেন। এর আগে তিনি গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে চেন্নাইয়ের বাসায় গিয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার চিকিৎসক সেলাই কাটবেন। ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরের ফ্লাইটে তিনি বাংলাদেশ ফিরে আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের সাথে চেন্নাইতে অবস্থান করা ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন। 
এর আগে গত ১৮ আগস্ট মেয়র চিকিৎসার জন্যে ভারতের চেন্নাই যান। সেখানে অ্যাপোলো প্রোটন ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা শেষে গত ৩০ আগস্ট তার অপারেশন করা হয়। 

 

সর্বাধিক পঠিত