• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা প্রশাসকের সাথে ক্রিকেটার শামিম পাটওয়ারী ও জয়ের শুভেচ্ছা

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারী ও  মাহমুদুল হাসান জয়।
৬ সেপ্টেম্বর মঙ্গলবার  দুপুরে চাঁদপুর জেলা  প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ দলের টেস্ট  ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটার শামীম পাটোয়ারী তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন,  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, দুই ক্রিকেটারের ক্রিকেট কোচ শামিম ফারুকী ও জয়ের বড় ভাই রাশেদুল হাসান রুমন।
এছাড়া এ দুজন ক্রিকেটার গতকাল তাদের প্রিয় অনুশীলনের জায়গা আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমীতে অনুশীলন করেছেন। মাহমুদুল হাসান জয় গত ২ দিন ধরে চাঁদপুর স্টেডিয়ামে চলমান বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুনামেন্টের প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় দলের টি-২০ দলের ক্রিকেটার শামিম পাটওয়ারী বৃহস্পতিবার বিকেলের ম্যাচে চাঁদপুর থ্রি কুইন্সের হয়ে খেলতে নামবেন। তার সাথে একই দলে খেলবেন বিপিএলে মাঠ মাতানো বোলার চাঁদপুরের মেহেদী হাসান রানা।

 

সর্বাধিক পঠিত