কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভা
কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, বাতেন সরকার ও জিয়াউর রহমান হাতেম, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আহসান হাবীব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানসহ পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় বিগত দুই বছরের পৌরসভার ৪টি ওয়ার্ডের সভাপতিসহ ৮জন প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।
চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সিদ্ধান্ত মোতাবেক ও জেলা আওয়ামী লীগের প্রেরিত পত্রের আলোকে ৫ সেপ্টেম্বর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার সকল প্রস্তুতি নেয়া সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা না পাওয়ায় সম্মেলন অনুষ্ঠান সম্ভব না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন সোহেল ভূঁইয়া বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজকের সম্মেলন অনুষ্ঠানে সহযোগিতা না করে বরং গত রোববার এক চিঠি প্রেরণ করে। চিঠিতে উল্লেখ করা হয়, পত্রপ্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কচুয়া পৌরসভা আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সম্মেলন সমাপ্ত করে পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ ও কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেয়ার জন্য বলা হয়। এ চিঠির আলোকে আমরা আজকের সম্মেলন অনুষ্ঠানে বাধাগ্রস্ত হই। আজ যদিও সম্মেলন অনুষ্ঠিত হয়নি, পরবর্তীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের দিকনির্দেশনায় যে কোনো সময়ে সম্মেলনের তারিখ ঘোষণা হবে। আসন্ন এ সম্মেলনে যোগদান করতে ও সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।