• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৯৭৫-এর ১৫ আগস্ট কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি : প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

প্রকাশ:  ২০ আগস্ট ২০২২, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৯৭৫ সালে আমি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের ছাত্র ছিলাম। বেশিরভাগ সময় বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলে যাওয়া-আসা করতাম। সেই বছরের ১৫ আগস্ট সেদিন ছিলো বৃহস্পতিবার। অন্য দিনের মতো সেদিন স্কুলে আসার পথে চারদিকটা কেমন জানি থমথমে অবস্থা বুঝলাম। কিন্তু ঘটনা কী বুঝলাম না। বিদ্যালয়ে এসে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, শুনে বাড়ি চলে গেছি কাঁদতে কাঁদতে।
যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই জাতির পিতাকে হত্যা করেছে, আবার তাদের দোসর জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতাকে হত্যার বিচার বন্ধ করেছে। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
আলীগঞ্জ প্রাইমারি টিচার্চ ইনস্টিটিউটের হলরুমে বঙ্গবন্ধু পরিষদ হাজীগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে বাদ জুমা হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বতুর সভাপ্রধানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সত্যব্রত ভদ্র মিঠুন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাহবুব চৌধুরী ও হাজীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সোহেল আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান নিরু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মুখলেছুর রহমান, উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি গাজী নূর আহাম্মদ, মালিগাঁও উচ্চ বিদ্যালয়েরর সাবেক সভাপতি কাউছার হোসেন, শাহরাস্তি উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মকবুল চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা জসিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মিয়া, উপ-সম্পাদক সুমন দর্জি ও তানজীল হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য সুমন মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, নেছার পাটওয়ারী, যুবলীগ নেতা মামুন, ছাত্রলীগ নেতা পলাশসহ উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী।

 

সর্বাধিক পঠিত