মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল : মেয়র জিল্লুর রহমান জুয়েল
পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে পুরাণবাজারে শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ^াস-পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিলো, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্যে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিলো। তাদের বিশ^াস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
তিনি স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পিপি অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মালেক শেখ, ফেরদৌসী আক্তারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি মিঠু বণিক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রণব সাহা।