• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিসিবির ডিরেক্টর ইসমাইল হায়দার মল্লিকের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ:  ২০ আগস্ট ২০২২, ১৪:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স ডিরেক্টর ও বেক্সিমকো কোম্পানির বিপণন মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল হায়দার মল্লিকের মায়ের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার বাদ জুমা চাঁদপুর সদর উপজেলাধীন বিষ্ণুপুর ইউনিয়নের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কবির চৌধুরী বাড়ি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পরিসংখ্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব আহমেদ হোসেন, সাউথ এশিয়া রেড কেটস কোম্পানির সিনিয়র রিজিওনাল ম্যানেজার এনাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আরমান চৌধুরী  রবিন, বিসিবি ও বেক্সিমকো কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, চাঁদপুরের বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়ানুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদেক। তিনি মরহুম নুরুন্নাহার মল্লিকসহ চৌধুরী বাড়িতে মৃত মুরব্বীসহ আত্মীয়-স্বজনদের জন্যে দোয়া করেন। অনুষ্ঠানে প্রায় তিন হাজার মুসল্লির মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিসিবির ডিরেক্টর ইসমাইল হায়দার মল্লিকের মমতাময়ী মা নুরুন্নাহার মল্লিক ১ বছর পূর্বে মৃত্যুবরণ করেন।

 

সর্বাধিক পঠিত