চাঁদপুরে আল্লাহর ৯৯ নামখচিত মিনারের উদ্বোধন
চাঁদপুরের কচুয়ায় আল্লাহর ৯৯ নামখচিত মিনারটির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে বায়তুল আমান জামে মসজিদের সামনে ব্যবসায়ী মো. আব্দুল হান্নান মিয়াজীর পৃষ্ঠপোষকতায় মিনারটি নির্মাণ করা হয়। ৪০ ফুট উচ্চতাসম্পন্ন এই মিনারটি স্থানীয় মুসল্লিদের আর্থিক সহযোগিতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মোস্তফা ফখরুদ্দিন আহমেদের সার্বিক সহযোগিতায় কাজ শেষ হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকেলে আল্লাহর ৯৯ নামখচিত মিনারটির শুভ উদ্বোধন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক মো. ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে মো. মঞ্জুরুল এলাহী মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌরসভার মেয়র মো. নাজমুল আলম স্বপন, বিশিষ্ট সমাজ সেবক মো. জাকির হোসেন, মো. আমান উল্যাহ, মো. আবু বকর মজুমদার, মো. সুমন, মো. ওয়াদুদ মজুমদার, অ্যাডভোকেট আইয়ুব আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আল্লাহর গুনবাচক ৯৯ নামের মিনরটির শুভ উদ্বোধন শেষে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন, এ মিনারটি আমাদের কচুয়ার মুসলমানদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। পৌরসভার মেয়র মো. নাজমুল আলম স্বপন বলেন, আল্লাহর ৯৯ নামের মিনারটিতে গুনবাচক নাম সমুহ পড়ে আল্লাহর প্রতি অনুগত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হবে।