দুইদিনে চাঁদপুরে ৩৭ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৮:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
গত দুদিনে চাঁদপুরে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২৭ জনের স্যাম্পল পরীক্ষা করে ৩৭ জনের পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ২৯. ১৩ শতাংশ। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র থেকে আরো জানা যায়, ১২ জুলাই মঙ্গলবার চাঁদপুর জেলায় ৬২ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে ২২ জনের রিপোর্ট পজিটিভ আসে। আর গতকাল বুধবার পরীক্ষা করা হয় ৬৫ জনের স্যাম্পল। এদের মধ্যে ১৫ জনের রিপোর্ট আসে পজিটিভ। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে- চাঁদপুর সদর উপজেলায় ৩০ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২, হাজীগঞ্জে ১, ফরিদগঞ্জে ১ ও শাহরাস্তি উপজেলায় ৩ জন।