নবাগত জেলা প্রশাসকের সাথে বঙ্গবন্ধু লেখক পরিষদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: ২০ জুন ২০২২, ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু লেখক পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১৯ জুলাই রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সামীম আহমেদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আরিফ রাসেল, তথ্য গবেষণা সম্পাদক রফিকুজ্জামান রণি, নির্বাহী সদস্য দেওয়ান মাসুদ, প্রণব দাস রনি প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক সংগঠনের বিষয়ে খোঁজ-খবর নেন এবং আগামী দিনে যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে বঙ্গবন্ধু লেখক পরিষদের সম্পৃক্ততা আশা করেন।