চাঁদপুরে মোটরসাইকেলে বোরখা পেঁচিয়ে নারীর মৃত্যু
প্রকাশ: ০৬ জুন ২০২২, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরখা পেঁচিয় সাথী আক্তার(৩০) নামে নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের তারালীয়া কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী পাশের মালীগাও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী এবং পাশের গ্রামের পশ্চিম রাজ বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শী তোফায়েল আহমদ চাঁদপুর কন্ঠকে জানান, সকালে ওই নারী পারভেজ নামে তার আত্মীয়ের সাথে মোটারসাইকেলের পিচনে বসে ওয়ারুক বাজারে ব্যাংকে যাচ্ছিলেন। পথেমধ্যে মোটরসাইকেলে তার বোরখা পেঁচিয়ে মাটিতে পড়ে যান এই নারী। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল মুঠোফোনে জানান, লোক মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।