• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় ভিজিএফের চাল পাচারকালে জব্দ

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ১১:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উত্তর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রাপ্ত ভিজিএফের ২০ বস্তা চাল অবৈধভাবে পাচারকালে জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের উজানী সিকদার বাড়ির সম্মুখে স্থানীয়রা অটোবাইক ও সিএনজি অটোরিকশায় থাকা খাদ্য অধিদপ্তরের সরকারি সীলমোহর দেয়া ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লিখিত ২০ বস্তা চাল পাচারকালে জব্দ করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি ১০ কেজি করে চাউল বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্যে বরাদ্দ দেয়া হয়েছে। কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আখতার হোসাইন বলেন, চাল বিতরণ শেষে উদ্বৃত্ত চাল একটি মাদ্রাসার এতিম ছাত্রদের জন্যে পাঠিয়েছি।
স্থানীয়রা জানায়, কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আখতার হোসাইন ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল সোমবার ৩ হাজার ৬শ’ ৮৫ জনের জন্যে ১০ কেজি করে চাল উত্তোলন করে। তালিকানুযায়ী বিতরণ না করে অন্যত্র পাচারকালে চালগুলো জব্দ করা হয়।

সর্বাধিক পঠিত