• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর এভারগ্রীন ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ডাঃ মোঃ জালাল উদ্দিন রুমির চেম্বারে ইফতারের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য আলহাজ্ব আলমগীর মিয়াজী আলম।
ইফতারের পূর্বে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ডাঃ মোঃ জালাল উদ্দিন রুমি,  ক্লাবের মহাসচিব ও চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, উপদেষ্টা অ্যাডঃ জসিমউদ্দীন ভূঁইয়া মিঠু, ক্লাবের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঝুটন, সিরাজুল ইসলাম পাটওয়ারী, ক্লাব সদস্য অ্যাডঃ শাহাদাত হোসেন, অধ্যাপক শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন খান, মাসরুর হাসান ভূঁইয়া, ডাঃ রায়হান, ওমর ফারুক রূপক, গিয়াস কবির, মাকসুদুর রহমান, রফিকুল ইসলাম রাসেল, ফারুক হোসেন মজুমদার, প্রভাষক আব্দুল খালেক মুন্সি, প্রকোশলী সুলতান মাহমুদ, মোক্তার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রতিবছরই ক্লাবের পক্ষ থেকে ক্লাব সদস্য ও অতিথিদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।