শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে আবু আব্দুল্লাহ আয়ান (১৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২৩ এপ্রিল সাড়ে ১১টায় মেহের দক্ষিণ ইউনিয়নের ফতেপুর গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, এদিন আবু আব্দুল্লাহ আয়ান সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরে পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবু আব্দুল্লাহ আয়ান পিতা-মাতার একমাত্র ছেলে। তার বাবা মোঃ শাহাদাত হোসেন চট্টগ্রামের সরকারি চাকরি করেন। আয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।