• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১১:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, ইছামতি পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান প্রধান, তিস্তা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উল্যাহ দর্জি প্রমুখ।
অনুষ্ঠানে ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেঙ্গারচর পৌরসভার জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ইট প্রস্তুতকারী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত