• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘আমরা বিজয়ী’র ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 নারী উদ্যোক্তাদের সংগঠন ‘আমরা বিজয়ী’ অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ সঞ্চারিত করতে ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন করেছে।
২৩ এপ্রিল শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কার্যক্রমে পঞ্চাশজন নারী-পুরুষ ঈদ সামগ্রী পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন।
সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সামাজিক সংগঠন ‘আপনে’র উপদেষ্টা ডাঃ মাসুদ হাসান, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদা খানম, অনলাইন পোর্টাল ‘প্রিয় চাঁদপুর-এর সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাসিমা রিতা, জাতীয়তাবাদী মহিলা দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু প্রমুখ।
‘আমরা বিজয়ী’ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাঃ রাশেদা আক্তার, জেনারেল সেক্রেটারী সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারী আমেনা বারী মৌসুমী, ট্রেজারার নুহা তাসনিম, সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক) কমিটির এডমিন রায়ানা কায়সার ফেন্সি, এডমিন তানজিলাল রহমান জুম্মি, মডারেটর মুসরাত মুন্নি, মডারেটর খলিল আহমেদ নিরব, হাজীগঞ্জ উদ্যোক্তা বাম্পী রায়, মতবল দক্ষিণের উদোক্তা আজমা আক্তার, সাদিয়া খানম, সাবিহা নিশি, ফরিদগঞ্জ উদ্যোক্তা সুরাইয়া আহমেদ সুরু প্রমুখ।

সর্বাধিক পঠিত