• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌ থানা পুলিশের অভিযানে নদী থেকে তিন চাঁদাবাজ আটক

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১১:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর নৌ থানা পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে নদী থেকে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। ২৩ এপ্রিল শনিবার দিনব্যাপী অভিযানে এদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন সুমন খান (৩৫), ইয়াসিন মাঝি (৩২) ও দেলোয়ার পাটওয়ারী (৩৫)। এরা সবাই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা।
নৌ থানা পুলিশ জানায়, জাহাজ ও অন্যান্য নৌযান থেকে ২০০ থেকে থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে বলে দাবি করেন নৌযান শ্রমিকেরা।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে একটি গ্রুপ নদীতে নৌযান থেকে চাঁদাবাজি শুরু করেছে। ঈদ ছাড়াও বছরের অন্যান্য সময়েও নৌযান থেকে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। চাঁদাবাজি রুখতে চাঁদপুর নৌ থানা পুলিশ নদীতে শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক করা হয়েছে।
নৌ পুলিশ সুপার আরও বলেন, নদীতে কোনোভাবেই অবৈধভাবে চাঁদাবাজি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে নদীতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত