• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীকে চাঁদপুর শেখ কামাল একাডেমির অফিসিয়াল জার্সি প্রদান

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমির অফিসিয়াল জার্সি প্রদান করেছেন ক্লাব কর্মকর্তারা। গত সোমবার রাতে শিক্ষামন্ত্রী চাঁদপুর শহরস্থ কদমতলা এলাকায় তার বাসায় আসলে ক্লাবের পক্ষ থেকে শেখ কামালের লোগোসহ জার্সি তুলে দেয়া হয়।
শিক্ষামন্ত্রীকে অফিসিয়াল জার্সি তুলে দেন একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ  জাহিদুল ইসলাম রোমান।  
এ সময়  উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর থানা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ মোতালেব, পৌর ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর  সোহেল রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী, ক্লাব কর্মকর্তা রাফসান জানি, সাইয়েদুর রহমান জিসান, ফজলে রাব্বিসহ ক্লাবের অন্য কর্মকর্তা ও খেলোয়াড়গণ। এ সময় শিক্ষামন্ত্রী  শেখ কামাল স্পোর্টস্ একাডেমির জন্য শুভ কামনা জানান।
উল্লেখ্য, এ একাডেমিটি চাঁদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জেলা সদরসহ উপজেলার অনেক খুদে ক্রিকেটার ও অন্য ক্রিকেটারগণ নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। শেখ কামাল একাডেমির কার্যক্রম ও অনুশীলন চাঁদপুর স্টেডিয়ামের ভেতরেই হচ্ছে।

সর্বাধিক পঠিত