• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে ধর্ষণ মামলায়

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী কারাগারে

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাইমচর উপজেলায় ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগমের স্বামী শাহজাহান ভূঁইয়া টেলুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০ এপ্রিল বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জানা যায়, হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমলাপুর গ্রামের বাসিন্দা অসহায় নূরুল ইসলাম দফাদারের মেয়েকে লোভ এবং ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই অভিযোগে আসামীর বিরুদ্ধে হাইমচর থানায় মামলা দায়ের করা হয়। সে মামলায় নি¤œ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট তাকে এক মাসের আগাম জামিন দেয়। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদালতে জামিন চাইলে বুধবার জামিন শুনানির দিন ধার্য করে। বাদী পক্ষের কথা শুনে অবশেষে বিচারক শাহজাহান ভূঁইয়া টেলুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মামলার বাদী ধর্ষিতা কিশোরীর বাবা নূরুল ইসলাম দফাদার জানান, গত ১৯ জানুয়ারি রাতে দোকানে চিনি চাপাতা কিনতে গেলে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী শাহজাহান ভূঁইয়া টেলু মুখ চাপা দিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হলে টেলু ভূঁইয়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ ও প্রভাব বিস্তার করে।

সর্বাধিক পঠিত