• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এতিমদের নিয়ে চাঁদপুর কর আইনজীবী সমিতির ইফতার

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর কর আইনজীবী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ এপ্রিল চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ মোহাম্মদীয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল-১৮-এর সহকারী কর কমিশনার মির্জা আরসালিন মুহিত। সভাপতিত্ব করেন চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফারুক।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন সার্কেল-১৯ ও ২০-এর সহকারী কর কমিশনার মোঃ আলাউদ্দীন। উপস্থিত ছিলেন সিনিয়র কর আইনজীবী হাবিবুর রহমান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আয়কর আইনজীবী শাহাদাত হোসেন, আয়কর আইনজীবী  হুমায়ুন কবির, আরিফুল হক, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরামসহ অন্য আইনজীবী ও আয়কর আইনজীবীগণ।
চাঁদপুর কর আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও মাদ্রাসার ছাত্রসহ প্রায় ৬০ জন এতিমকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

 

সর্বাধিক পঠিত