• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশে অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম

শেখ ফরিদ আহমেদকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১১:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা শ্রমিকদল। ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম।
এ সময় তিনি বলেন, অচিরেই যদি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে মুক্তি দেয়া না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে বন্দী করে রেখেছে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু।
জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এ সময় শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মিয়াজী, সহ-সভাপতি আনা মিয়া জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহ্বায়ক চারু মিয়া, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত