• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে মায়ের আকুতি

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত আঠারো দিন ধরে নিখোঁজ সালমা আক্তার (১৮)। তাকে ফিরে পেতে ব্যাকুল মা খাদিজা বেগম। নিখোঁজ সালমা আক্তার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের পোস্টমাস্টার বাড়ির মোতালেব খানের মেয়ে।
নিখোঁজ সালমা আক্তারের মা খাদিজা বেগম জানান, গত ক’মাস আগে হঠাৎ করেই তার মাথার সমস্যা দেখা দেয়। পরে ঢাকার একটি মানসিক হাসপাতালের সহায়তায় বাড়িতে তার চিকিৎসা চলছিলো। গত ৩১ মার্চ বিকেলে গ্রামের বাড়ি থেকে সে নিখোঁজ হয়। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।
এ বিষয়ে ১৭ এপ্রিল ফরিদগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যার নং-৮৭২। সালমা আক্তারের উচ্চতা ৫ ফুট। গায়ের রং শ্যামলা। মুখম-ল গোলাকার। হালকা পাতলা গড়ন, মাথায় চুল আছে ও নিখোঁজের সময় পরনে সালোয়ার-কামিজ ছিলো।
নিখোঁজের পর থেকে মা খাদিজা বেগম পাগল প্রায়। অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি মেয়েকে ফিরে পেতে সরকার ও স্থানীয় প্রশাসন এবং সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
কোনো হৃদয়বান ব্যক্তি সালমা আক্তারের সন্ধান পেলে তার মামা মুকবুলের ০১৯২৩০৮৭৪৪০ নম্বর অথবা বাড়ির ঠিকানায় খবর জানানোর অনুরোধ করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত