• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ার তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ইফতার মাহফিল

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া পৌরসভার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন জেকে টাওয়ারে অবস্থিত তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মেডিকেল মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক রাকিবুল হাসানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের পক্ষ থেকে দরিয়া হায়াতপুর জামে মসজিদ ও বরুড়া খায়রুল গাউসে পাক জামে মসজিদে ডিজিটাল নামাজের সময়সূচি এবং উজানী ফকির বাড়ি বায়তুল আমান জামে মসজিদে কার্পেট প্রদান করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাওলানা মোঃ শাহজাহান।
ছবি-৩৩
ঈদের আগে শুক্র ও শনিবার ব্যাংক খোলা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরসহ শিল্পঘন এলাকায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বাধিক পঠিত