• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কল্যাণপুরে জমইয়াতে হিযবুল্লাহর ইফতার মাহফিল

ছারছীনা দরবার মানুষকে আল্লাহমুখী করতে দাওয়াতি কাজ করছে : যুব হিযবুল্লার কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মফিজ উদ্দিন

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ কল্যাণপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রোববার বিকেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মফিজ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছারছীনা দরবার মানুষকে আল্লাহমুখী করতে দাওয়াতি কাজ করছে। পথভোলা মানুষ অলীদের সোহবতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমলী জিন্দেগী গঠন করেছে। মানুষের আমল-আখলাক হবে প্রিয় নবীজির নমুনায়। তিনি আরো বলেন, রমজান গুনাহ মাফের মাস। এ মাসে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল ক্বদর। এই রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করুন। আর রাতে ২০ রাকাত তারাবীহ নামাজ আদায় করুন। রমজানের শেষ দশকে কিয়ামুল্লাইলের মাধ্যমে তওবা এজতেগফার করে আল্লাহওয়ালা হতে নিজেকে তৈরি করুন।
জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সংগঠনের কল্যাণপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সহ-সভাপতি মাওঃ মোঃ মেহেদী হাসান রুহানি, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জসিম উদ্দিন গাজী প্রমুখ।
কল্যাণপুর ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওলানা সোলাইমান হাজরীর সঞ্চালনায় মিলাদ-কিয়াম পরিচালনা করেন জুলফিকার হামদ নাত গজল পরিবেশক দলের কেন্দ্রীয় সদস্য আকরাম হোসাইন। উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি মোঃ শফিউল আলম, হাজীগঞ্জ উপজেলার জমইয়াতে  হিযবুল্লাহর তালিম সম্পাদক মাহমুদুল হক, দাসাদী কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোহাম্মদ রেদওয়ান খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আশরাফ, কল্যাণপুর ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করেন প্রধান অতিথি।

সর্বাধিক পঠিত