• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ২ দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জে ২দিনব্যাপী ইফতার সামগ্রী পেল ১৫০ অসচ্ছল পরিবার। ১৫ এপ্রিল শনিবার সকালে উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে রমজানের প্রথমদিকে একই গ্রামের কেরানী বাড়িতে প্রথম দিনে ইফতার বিরতণ করে সংগঠনটি।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিলো আপেল, মালটা, খেজুর, ট্যাংক, সেমাই, দুধ, নুডুলস ও চিনি। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম-সচিব বদিউল আলম। ২য় দিনে প্রধান অতিথি ছিলেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুলবুল আহাম্মেদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও নি¤œ আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে পূর্বের ন্যায় এবারো ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে, আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি।
ইফতার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপস্থিত ছিলেন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য তাজুল ইসলাম, রাকিব আহম্মেদ, কামরুল হাছান, হাসনাত গাজী, আল-আমিন হাজী, হাছান আটিয়া, নাঈম চৌধুরী, রফিকুল ইসলাম রাফি, সাকিব হাছান, সাকিব পাটোয়ারী, হাছিব পাটোয়ারী, ইকবাল গাজী, নাঈমুল হাছান, কামরুল মোল্লা প্রমুখ।

সর্বাধিক পঠিত