• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাঙ্গাশ ধরার ২৫টি চাঁইসহ দেড়লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দু মাস জাটকা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন টিলাবাড়ি এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫টি পাঙ্গাশ মাছ ধরার ফাঁদ (চাঁই) জব্দ করা হয়েছে।
১৬ এপ্রিল শনিবার দুপুরে যমুনা রোডের ওই এলাকায় নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে আকস্মিক এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুজ্জামান।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, বেলা ২টার দিকে অভিযান চালিয়ে পাঙ্গাশের পোনা ধ্বংসকারী বড়-ছোট মিলে ২৫টি চাঁই (ফাঁদ) ও দেড়লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে কেউ এসব জাল ও চাঁইয়ের মালিক বলে নিজেকে পরিচয় দেয়নি। অভিযান শেষে জনসম্মুখে চাঁই ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুমাস মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সর্বোচ্চ কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা ও উভয় দ-ের বিধান রয়েছে।
উল্লেখ্য, চাঁদপুরে অবৈধভাবে নদীর ছোট ছোট পাঙ্গাশের পোনা নিধন করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি কামনা করে দৈনিক চাঁদপুর কণ্ঠে ছবিসহ শনিবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। প্রকাশিত সংবাদের দিনই প্রশাসন পাঙ্গাশ পোনা নিধন বন্ধে আকস্মিক অভিযান পরিচালনা করে।

সর্বাধিক পঠিত