পিকআপের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
গণধোলাইয়ের শিকার হয়ে চালক হাসপাতালে
চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডে পণ্যবোঝাই পিকআপের চাকায় পিষ্ট হয়ে সোহাগ নামে ৬ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটি মেরকাটিজ রোডস্থ নুরুর বাড়ির ভাড়াটিয়া অটোচালক জামাল হোসেনের ছেলে। নিহত সোহাগ পুরান বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে স্থানীয় যুবলীগ নেতা মোবারক বেপারী জানিয়েছেন। শনিবার বিকেল ৫টা ১০ মিনিটের সময় স্থানীয় মুসলিম মৃধার বাড়ির সম্মুখস্থ রাস্তায় এ ঘটনা ঘটে।
শিশুটির রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসী মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে জড়ো হয় এবং রাস্তা অবরোধ করে। এ সময় তারা বিক্ষোভ করে গাড়িটি আটকে রাখে এবং ঘাতক চালককে গণধোলাই দেয়।
খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে এবং নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আহত গাড়িচালককে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গাড়ি চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়ায় নিহত শিশুটির লাশ দাফনের জন্যে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং চালক ও গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শী বলেন, সোহাগ বাড়ির পাশের রাস্তা পারাপারের সময় বাজার এলাকা থেকে মালামাল নিয়ে সকদি রামপুর অভিমুখী বেপরোয়া পিকআপটি চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।