• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ব্যবসায়ী শংকর করের মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের ঔষধ ব্যবসায়ী শংকর চন্দ্র করের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী শোক প্রকাশ পূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি এক শোক বার্তায় জানান, প্রয়াত শংকর কর একজন ভালো মনের অধিকারী ছিলেন। তিনি ছিলেন চাঁদপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী। আমরা একজন ভালো মনের বিশ^স্ত সহকর্মীকে হারালাম। আমি তার আত্মার সদগতি কামনা করছি।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ মধুসূদন করের আপন ছোট ভাই চাঁদপুর পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঔষধ ব্যবসায়ী প্রয়াত শংকর চন্দ্র কর গত ১৫ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের পাল বাজারস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি ২ ছেলে, স্ত্রী, ২ ভাই ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যু সংবাদে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেকেই তার বাসভবনে ছুটে যান তাকে শেষবারের মত এক নজর দেখার জন্যে। তারা শোকার্ত পরিবার পরিজনদেরকে সান্ত¡না দেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। গতকাল তার সম্মানার্থে পালবাজারের ব্যবসায়ীগণ ২ ঘন্টা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এদিন সকালে চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সর্বাধিক পঠিত