• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলা নববর্ষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির শুভেচ্ছা

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২২, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রিয় স্বপ্ন সারথি প্রাণের স্বজন,

বাঙালির আবহমান কালের প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ। অজস্র নদীর উর্বর পলিতে গড়ে উঠেছে এই বাংলাভূমি। এই ভূমিতেই প্রোথিত আছে আমাদের হাজার বছরের ঐতিহ্যঋদ্ধ সংস্কৃতির শেকড়। তারই নতুন বারতা নিয়ে প্রতি বছর পহেলা বৈশাখ উপনীত হয় আমাদের দ্বারে অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির উৎসব হয়ে। সেই উৎসবের অনাবিল খুশির কল্লোলে মাতোয়ারা হয়ে ওঠে আমাদের ভেতর-বাহির মন প্রাণ। পহেলা বৈশাখ কেবল উৎসব নয়, বাঙালির আত্মপরিচয় খুঁজে নেবার এক অনন্য দিন। বাংলা নববর্ষ যেন এক অনন্ত আনন্দস্রোত পুষ্ট সাংস্কৃতিক মিলনমোহনা। এ নতুন বছরে মুছে যাক সকল গ্লানি, দূর হোক জরা। জীর্ণ অতীত কাটিয়ে সমৃদ্ধ আগামী এসে ভরিয়ে দিক সবার জীবন। জঙ্গিবাদ নয়, ধর্মান্ধতা নয়, বিশ্বের বুকে বাঙালি উদ্ভাসিত হোক তার উদার অসাম্প্রদায়িক চেতনার পরিচয়ে। আজ যারা তরুণ নবীন যৌবনে, যারা আজ জ্যোতির্ময়, তাদের আলোকিত পথযাত্রায় রচিত হোক বাঙালির বর্ণিল আগামীর স্বপ্ন-সনদ।

সবাইকে শুভ নববর্ষ। স্বাগত ১৪২৯ বঙ্গাব্দ।

ডাঃ দীপু মনি

জাতীয় সংসদ সদস্য, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর);

মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সর্বাধিক পঠিত