• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সিসিটিভির আওতায় চাঁদপুর লঞ্চঘাট

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২২, ১৩:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাধারণ মানুষ ও লঞ্চ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনিয়ম, বিশৃঙ্খলা, ছিনতাই, অপকর্ম, মাদক পাচার, যাত্রী হয়রানি ও সিএনজি অটোরিকশা চালকদের দৌরাত্ম্য ঠেকাতে চাঁদপুর লঞ্চঘাট ও টার্মিনাল এলাকাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। বিআইডাব্লিটিএ ও চাঁদপুর নৌ থানা পুলিশ সরকারিভাবে লঞ্চঘাটের বিভিন্ন পয়েন্টে ১২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে বলে নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে গোটা লঞ্চঘাটকে ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার আওতায় আনার এই উদ্যোগ নেয়া হয়েছে। ছবিতে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং কার্যক্রম দেখা যাচ্ছে।

সর্বাধিক পঠিত