• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ইফার আয়োজনে জেলা ইমাম সম্মেলন

সম্মানের জায়গায় থেকে মানুষকে ভালো উপদেশ দেয়া ভালো কাজের অংশ :জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২২, ১৩:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দুই ক্যাটাগরিতে জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নেন। এর আগে উপজেলাভিত্তিক দুই ক্যাটাগরিতে ইমাম বাছাই সম্পন্ন হয়। পরে তাদেরকে জেলা সম্মেলনে লিখিত পরীক্ষা বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকা বিষয়ের ডকুমেন্টের উপর জেলায় ৬ জনকে বিভাগীয় পর্যায়ে মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইমামদের উদ্দেশ্যে বলেন, সমাজের নেতৃত্ব দেয়া এটা আল্লাহ তা’লার অশেষ মেহেরবানি। আর নেতৃত্ব একটা সম্মান। সম্মানের জায়গায় থেকে মানুষকে ভালো উপদেশ দেয়া ভালো কাজের অংশ। এটাও একটা ইবাদত। আমরা মানুষ। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এমন একটি ধর্ম লালন করি, যে ধর্মে ধনী-গরিব একাকার হয়ে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকতে শিখিয়েছে। রমজানে জাকাত-ফিতরার মাধ্যমে আমরা গরিবের হক আদায় করে থাকি। এর মাধ্যমেও একটি সেতুবন্ধন সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, আল্লাহর পথেই আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহর আদেশে নবীর দেখানো পথে আমরা সিয়াম সাধনা করি। আমরা দিনভর পানাহার করলাম না, কিন্তু অপরাধে জড়িয়ে পড়ি, তাহলে সে রোজায় আমাদের কী লাভ হবে। আমরা দেখি অনেকে রোজা রেখেছেন। আল্লাহকে ভয় করে কোনো খাবার গ্রহণ করেন না। কিন্তু রোজা রেখে ঘুষ খায়, ওজনে কম দেয়, খাবারে ভেজাল করে। তাহলে তাদের রোজা রেখে কী লাভ হবে। সুতরাং রোজা রেখে অপরাধ না করে আপনারা মানুষকে সে বিষয়ে উজ্জীবিত করবেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সভাপতি মাওঃ মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম, সাবেক সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপ্রধানে ও জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মাওঃ কেফায়াতুল্লাহ। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন রঙয়েরগাঁও জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন গাজী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওসমানিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওঃ বিএম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার দেবযানী কর, জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওঃ আব্দুল কাদের, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোশারফ হোসাইন, চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ নিজামুল হক, হযরত মাদ্দাখাঁ (রহঃ) জামে মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী, কচুয়া মডেল মসজিদের ইমাম মাওঃ গোলাম কিবরিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
সম্মেলনে ২০২১-২২ অর্থবছরের জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে পুরস্কার গ্রহণ করেন কল্যাণপুর ইউনিয়নের রঙেরগাঁও জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ জসিম উদ্দিন গাজী, শাহমাহমুদপুর ইউনিয়নের আলগী বাইতুল আমিন জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ হাসান বরকন্দাজ, চান্দ্রা ইউনিয়নের খান বাড়ি জামে মসজিদের ইমাম মাওঃ কাওছার আহমদ।
শ্রেষ্ঠ খামারি ইমাম হিসেবে পুরস্কার গ্রহণ করেন মতলব উত্তর বদরপুর আকবর আলি খান শিক্ষা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আমিনুল ইসলাম, হাইমচর উপজেলা আখন্দ বাড়ি জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ খোরশেদ আলম, ফরিদগঞ্জ উপজেলার জামালপুর খলিফা বাড়ি জামে মসজিদের ইমাম মাওঃ মোস্তফা পাঠান। তারা সকলেই প্রধান অতিথির কাছ থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করে এক ইতিহাস করেছেন। এই মসজিদ ঘিরে ইসলামী সাংস্কৃতিক চর্চাসহ বেশ কিছু কাজের অগ্রগতি নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে মসজিদ। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানকে ঘিরে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ নিয়োগ দেয়া হয়েছে এবং তাদের বেতন-ভাতা সরকার থেকে পরিচালনা করা হচ্ছে। প্রত্যেকটা কাজই আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ কবুল করেছেন বিদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫৬০টি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে ফেতনা-ফাসাদ চরম আকার ধারণ করছে। আমাদের সমাজে যাতে ফেতনা-ফাসাদ না হয় সেদিকে ইমাম তথা আলেম সমাজের ভূমিকা থাকতে হবে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমীতে মসজিদের ইমামদের ইসলামিয়াত, গণশিক্ষা, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যা, পরিবার কল্যাণ, কৃষি ও বনায়ন, পশু-পাখি পালন এবং মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। ওই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যে সকল ইমাম আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছেন প্রতি বছর তাদেরকে সম্মেলনের মাধ্যমে পুরস্কৃত করা হয়। উপজেলা ও জেলা পর্যায়ে হয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত ইমামদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করে ওমরা হজসহ মিশরে সফরের ব্যবস্থা করা হয়।

 

সর্বাধিক পঠিত