• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামকে সংবর্ধনা

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২২, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন কলেজ শাখার শিক্ষকবৃন্দ। ২ এপ্রিল বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ শাখার বিভিন্ন বিষয়ের প্রভাষকগণ অধ্যক্ষকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ভবিষ্যতে প্রতিষ্ঠান ও শিক্ষকদের কল্যাণে আন্তরিক ভূমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, শিক্ষকগণ আন্তরিক হলে এ প্রতিষ্ঠানকে বিশ^মানের প্রতিষ্ঠানে রূপদান করা সম্ভব হবে। অনুষ্ঠানে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের জেনারেল শাখার সমন্বয়ক মোঃ জাকির হোসেন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ক মোঃ ইব্রাহিম আল আজাদসহ বিভিন্ন বিষয়ের প্রভাষকগণ নবাগত অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের  প্রভাষক হাফেজ মোহাম্মদ মোস্তফা।
উল্লেখ্য, অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম গত ২০ মার্চ অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে যোগদান করেন এবং ৩১ মার্চ সাবেক অধ্যক্ষ ড. কর্নেল মুহাম্মদ শাহাদাত হোসেন সিকদারের কাছ থেকে দাযিত্বভার বুঝে নেন।

সর্বাধিক পঠিত