• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রহমত উল্লাহর ইন্তেকাল

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২২, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দি-ডেইলিমুন-এর সম্পাদক, দৈনিক সমাচারের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাডমুন পি. আর এন্ড কমিনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলমগীর হোসাইনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রহমত উল্লাহ গতকাল ০২-০৪-২০২২ খ্রিঃ বিকেল ৪:৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টোরামুন্সিরহাট, সাচনমেঘ গ্রামে বঙ্গাব্দ ১৩৫০ সনে জন্ম গ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এই গুণী ব্যক্তি নিজ গ্রামে হাজী রহমতউল্ল্যাহ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে, পুত্রবধূ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট রুহের মাগফেরাতের জন্যে দোয়া কামনা করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টায় সাচনমেঘ নোয়া বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।