• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে রওজাতুল কোরআন মাদ্রাসার উদ্বোধন

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত রওজাতুল কোরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। ৩০ মার্চ বুধবার বিকেলে মাদ্রাসার উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা কাওমী সংগঠনের সভাপতি মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা ইদ্রিস। মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম ও রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান। এ সময় কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করেন মাওলানা মুফতি সলিমুল্লাহ। আলোচনা করেন নিজমেহার নোয়াবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মেহেদী হাসান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত