• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ মুহাম্মদ আরিফ বিল্লাহ

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

॥ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৩০ মার্চ সকাল ১০টায় নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সামনে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ জাকির হোসেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পাটোয়ারী ও সদস্য মহসিন পাটোয়ারীর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রফেসর শামীমা পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মিয়াজী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক শফিউল্লাহ পাটোয়ারী, সমাজসেবক মিজানুর রহমান পাটোয়ারী, ইউসুফ পাটোয়ারী, সিরাজুল ইসলাম মিয়াজী, সংগঠনের সদস্য মেহেদী হাসান পাটোয়ারী, মাসুদ পাটোয়ারী, বাবু পাটোয়ারী, জামাল পাটোয়ারী, সোলাইমান পাটোয়ারী, সেলিম পাটোয়ারী, নেছার পাটোয়ারী, সুমন পাটোয়ারী, রনি প্রধান, রুবেল পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

সর্বাধিক পঠিত