• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো উপজেলা পরিষদ

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১২:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বদলি ও পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা পরিষদ পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন, সরকারি কর্মকর্তাদের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাইদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ জাকির হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ইউপি চেয়ারম্যানদের পক্ষে রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া ও গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, গীতা পাঠ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। এ সময় সকল সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ফেনী জেলায় বদলি হয়েছেন।

সর্বাধিক পঠিত