• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতির গর্ব :সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১২:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ বুধবার আমন্ত্রিত অতিথিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে কলেজের নিজস্ব মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার, কলেজের প্রধান উপদেষ্টা মোঃ শাহ নেওয়াজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা মানুষকে জ্ঞানবান করে আর খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী হতে সহায়তা করে। একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতির গর্ব। প্রতিটি ছাত্র-ছাত্রীর কাছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুবই আনন্দের। আমরা বৈশ্বিক মহামারির জন্যে দু বছর খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থেকে বঞ্চিত হয়েছি। আমরা সেই ক্রান্তিকাল অতিক্রম শেষে আজ আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পেরে খুবই খুশি। শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ তোমরাও খুব উৎফুল্ল মনে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছ। খেলাধুলায় হার জিত বড় কথা নয়, বড় কথা হলো প্রতিযোগিতায় অংশ নেয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতার মধ্য দিয়েই বড় হতে হবে। তবে সেই প্রতিযোগিতা হতে হবে নিজেকে যোগ্য, সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিযোগিতা। তিনি কলেজ উন্নয়নে সুজিত রায় নন্দীর অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী। তিনি সভাপ্রধানের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু শিক্ষিত হলেই হবে না। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থীই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে গর্ব। যদি সে নিয়মানুবর্তিতা, দেশপ্রেম, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ রেখে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়। মনে রাখতে হবে, ভালো কিছু অর্জন করতে হলে ভালো মানসিকতা সম্পন্ন মানুষ হতে হবে। হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতিসাধন করে জীবনে ভালো মানুষ হওয়া যায় না। তিনি ফরক্কাবাদ কলেজ প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ এ শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়নে অনেকেই গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যারা এ প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র করবেন তাদের শিকড়সহ উপড়ে ফেলা হবে। এ শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুরবাসীর গর্ব, ফরাক্কাবাদবাসীর অহংকার। এ শিক্ষা প্রতিষ্ঠানটি একদিন দেশের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করবে। আজ এ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নে অনেকে ঈর্ষাম্বিত হয়ে পড়েছেন, অনেকেই পর্দার অন্তরালে লিপ্ত রয়েছেন গভীর ষড়যন্ত্রে। তাদের সেই ষড়যন্ত্র কখনো সফল হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা কার্যক্রম এগিয়ে যাবে তা কেউই রুখতে পারবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা দেশ ও জাতির গর্ব, সুশিক্ষায় শিক্ষিত হয়ে হৃদয়ে দেশপ্রেম নিয়ে কর্মক্ষেত্রে তোমরা প্রবেশ করবে এমনই প্রত্যাশা করেন সকলে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, যতোদিন এ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করবে ততোদিন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মবহির্ভূত কোনো কাজের সাথে নিজেদেরকে জড়াবে না। ইভটিজিং, মাদকতা, সন্ত্রাসী কার্যকলাপ, অনৈতিক কার্যক্রমের সাথে কখনো নিজেদেরকে জড়াবে না। যদি শিক্ষা বহির্ভূত বা কলেজের আদর্শপরিপন্থী কোনো কাজের সাথে কোনো শিক্ষার্থী জড়িত থাকে তাহলে তাদেরকে ক্ষমা করা হবে না। তিনি কলেজের ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে শিক্ষকদের প্রচেষ্টাকে অভিনন্দন জানান এবং শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিঃ আলহাজ্ব মোঃ আব্দুর রব ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক মজুমদার ও আলহাজ্ব হারুনুর রশিদ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ আহছান হাবীব, সাবেক ছাত্রলীগ নেতা কলেজের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, কলেজের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মান্নান মিজি, বাগাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকালে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের স্থায়ী দাতা সদস্য মোঃ সৈয়দ আহম্মেদ পাটওয়ারী। শিক্ষার্থীদের নিরাপদ বিশুদ্ধ খাবার পানি গ্রহণের সুবিধার্থে উন্নতমানের ফিল্টার প্লান্টের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী। তিনি কলেজ মসজিদের মুসল্লিদের নামাজের সুবিধার্থে একটি দেড় টন এয়ারকন্ডিশন মেশিন মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এ সময় আগত অতিথিদ্বয় উপস্থিত ছিলেন। বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দু বছর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে না পারায় এ বছর করোনা পরিস্থিতি উন্নত হওয়ার কারণে ব্যাপক আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্টের ওপর দিনব্যাপী অনুষ্ঠিত খেলাধুলায় অংশগ্রহণকৃত বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে কলেজ ছাত্রীসহ চাঁদপুরের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। সকল স্তরের মানুষের ব্যাপক উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উৎসবের রুপ নেয়, পরিণত হয় মিলন মেলায়।
কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের উন্নয়নে সুজিত রায় নন্দীর অনবদ্য অবদানের কথা তুলে ধরে বক্তাগণ বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা কার্যক্রমসহ উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে সুজিত রায় নন্দীর অবদান অনস্বীকার্য। আজ কলেজের এমন ব্যাপক উন্নয়ন তার প্রচেষ্টারই একটি অংশ। আমরা আশা করি সুজিত রায় নন্দীসহ কলেজ গভর্নিংবডি তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সর্বাধিক পঠিত