• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্মারকলিপি প্রদানের প্রাক্কালে সভা

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১২:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘অঙ্গীকার’কে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা চাই : জেলা প্রশাসক
জেলা প্রশাসককে উক্ত স্মারকলিপি প্রদানের প্রাক্কালে তিনি স্মারকলিপি প্রদানকারীগণ এবং ‘রক্তধারা’ ও ‘অঙ্গীকার’ পুনঃসংস্কার সংক্রান্ত প্রকল্প কমিটির সাথে সভা করেন। এতে দীর্ঘ আলোচনার পর ‘অঙ্গীকারে’র শৈল্পিকতা নষ্টের জন্যে শিল্পী আনিস মামুনকে দায়ী করা হয় এবং এটিকে তার পূর্বের শিল্পরূপে ফিরিয়ে নিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের নিকট জেলা প্রশাসক সহযোগিতা চান। এ ব্যাপারে স্মারকলিপিদাতারা সংশ্লিষ্ট সংগঠনের জাতীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনাক্রমে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে জানান। শিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদের পুত্রসহ উপস্থিত শিল্পীরা ভাস্করের নামফলক ‘অঙ্গীকার’ সম্মুখে স্থাপন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জেলা প্রশাসক স্মারকলিপিতে উল্লেখিত সামগ্রিক বিষয় নিয়ে রামেন্দু মজুমদার ও নাছির উদ্দীন ইউসুফ বাচ্চুর সাথে মুঠোফোনে কথা বলেন এবং তাঁর অবস্থান ব্যাখ্যা করেন।

সর্বাধিক পঠিত