• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১২:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় জনসচেতনতা তৈরি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে আজ ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উদ্যাপন শুরু হচ্ছে। সকাল দশটায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি বের হবে। পরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এছাড়াও অন্যান্য অতিথি উপস্থিত থাকবেন। এরপর নদীতে জাটকা রক্ষায় সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। এ তথ্য নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা।
দেশের আপামর জনসাধারণের কাছে ইলিশ তথা মৎস্য সম্পদের উন্নয়নে অবৈধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক ও জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরতে ২০০৭ সাল থেকে প্রতি বছর জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন হয়ে আসছে। অন্যান্য বছরের ন্যায় এবারও চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

সর্বাধিক পঠিত