• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১১:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদীর তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্প প্রণয়নের নিমিত্তে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের মেঘনা-ধনাগোদা পওর বিভাগ ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুর রহমান ভূঁইয়া, মোঃ মোশারেফ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউউদ্দিন।
সভা পরিচালনা করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন।