২শ’ পরিবারের মাঝে একতা ফিউচার ফাউন্ডেশনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
মতলব উত্তর উপজেলায় একতা ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
স্বাধীনতা দিবসে এই উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে একতা ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ইফতার উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শাহরিয়ার আহম্মেদ রোকন। সংগঠনের অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সহ-সভাপতি মতিউর রহমান মাসুম, শাহিনুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরকার, হুমায়ন, বাবু মিয়া, নূর নবী, কোষাধ্যক্ষ মোঃ মহসিন, ক্রীড়া সম্পাদক নূর নুরনী, সহ-ক্রীড়া সম্পাদক সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় এলাকার ২শতাধিক দরিদ্রের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।
বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে যারা অপেক্ষাকৃত দুর্বল তাদেরকে এই রমজান ও ঈদ উপলক্ষে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। তাই এই সংগঠন থেকে আমরা কয়েক বছর যাবৎ সহযোগিতা করে আসছি। আমরা চাই অন্যান্য সামাজিক সংগঠনও যেনো দরিদ্র মানুষের পাশে এভাবে এগিয়ে আসে।