• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলার নবগঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ শনিবার দুপুরে চাঁদপুর শহরের অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভার উদ্বোধক ছিলেন  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ সেলিম  ভূঁইয়া।
চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ সৈয়দ মোঃ  জয়নাল আবেদীন মেজবাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেন,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, জসিম উদ্দিন খান বাবুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডঃ মোঃ মনির হোসেন মারুফ, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আঃ রহমান।
চাঁদপুর জেলা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ গাজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইব্রাহীম খলিল, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক ফুটবলার বোরহান খান, বিএনপি নেতা অ্যাডঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি ও শিক্ষক নেতা অধ্যাপক মোশারফ হোসেন লিটন, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক কামরুল হাসান রনি, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক শাহআলম, ব্যবসায়ী জিএম ফজলুর রহমান আকাশ, আঃ কুদ্দুস মেহনতী, আক্তারুজ্জামান হাওলাদার, মাওলানা জসিম উদ্দিন, বিল্লাল বেপারী, অ্যাডঃ তৌহিদুল ইসলাম বাবু (কুমিল্লা), অধ্যাপক জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন বাচ্চু, কাওছার আহমেদ ভূঁইয়া, আবুল কালাম আজাদ, ইঞ্জিঃ জহিরুল ইসলাম মিয়াজী, জসিমউদ্দিন, মাওঃ জাকির হোসেন, মাওঃ আলাউদ্দিন আনসারী প্রমুখ।

সর্বাধিক পঠিত