মতলব উত্তরে প্রীতি ক্রিকেট ম্যাচ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে
খেলাধুলার বিকল্প নেই :ইউএনও গাজী শরিফুল হাসান
![](/assets/news_photos/2022/03/29/image-31220-1648530322.jpg)
![](https://chandpurpost.com/templates/web-v1/images/icon_print_new.png?v=1.1)
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে। খেলাধুলার অনুপস্থিতির কারণে এখন তরুণেরা অনেক ক্ষেত্রে বিপথগামী হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাবও পড়ছে আমাদের কিশোর-তরুণদের ওপর। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলামুখী রাখা খুবই জরুরি।
২৫ মার্চ শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার এখলাছপুর বকুলতলা সংলগ্ন মেঘনা নদীর তীর সংলগ্ন মাঠে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণপূর্বক প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এ কথাগুলো বলেছেন।
মতলব উত্তর স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচের ধারা বর্ণনাকারী ও আলোচনা সভার উপস্থাপক লোকমান হোসেনের উপস্থাপনায় এবং ক্লাবের সভাপতি শামীমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কবির হোসেন ও আশরাফুল ইসলাম এবং ম্যাচ রেফারী সুজন সরকার। ম্যান অব দ্যা ম্যাচ হন জিসান ও সর্বোচ্চ রান সংগ্রাহক কাকন।