• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মহান স্বাধীনতা দিবসে জেলা পরিষদের আলোচনা সভায় চেয়ারম্যান বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১১:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ মার্চ সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মোঃ আল-আমীন ফরাজি। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অনেক দেশে স্বাধিকার আন্দোলন হয়েছে, তারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত হয়েছেন। কিন্তু জাতির পিতা অসহযোগ আন্দোলন যেভাবে করেছেন, পৃথিবীর ইতিহাসে তেমনটি নেই। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস চলমান। বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা আক্রমণ করবো না, আমরা প্রতিহত করবো। দুর্ভাগ্য আমাদের, সেই জাতির পিতাকে হারিয়েছি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব পাটওয়ারী, আবুবক্কর সিদ্দিকী, সে¦চ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদুর রহমান ফরহাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ প্রমুখ। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সে¦চ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত