• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের উদ্যোগে গত ২৬ মার্চ শনিবার বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর থেকে সকাল ৭টায় ১টি বাস এবং মাইক্রোবাস ও কারযোগে ড্রীম হলিডে পার্ক নরসিংদী যাওয়া হয়। উক্ত আনন্দ ভ্রমণে ২১ জন রোটারিয়ান এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ৪৫ জন অংশগ্রহণ করেন। পথিমধ্যে জেএমআই হাইওয়ে রেস্তোরাঁয় যাত্রা বিরতি করেন। আনন্দ ভ্রমণের সার্বিক দায়িত্বে ছিলেন প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান রোটাঃ মোরশেদ সেলিম এবং উক্ত ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ রহিমা বেগম পিএইচএফ, চার্টার সেক্রেটারী সাইফুল আজম, বর্তমান রোটারী বর্ষের সেক্রেটারী রোটাঃ রাকিবুল হাসান রুমন এবং আগামী রোটারীবর্ষের প্রেসিডেন্ট রোটাঃ আলমগীর মিয়াজী আলম ও সেক্রেটারী রোটাঃ তাজুল ইসলামসহ প্রোগ্রাম কমিটির সদস্যবৃন্দ। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর রোটারী ক্লাবের উদ্যোগে রোটারিয়ানদের বাচ্চাদের জন্য খেলা এবং তাদের পরিবারের সদস্য রোটারিয়ানদের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী ইলেক্ট রোটাঃ তাজুল ইসলাম।
উল্লেখ্য যে, আনন্দ ভ্রমণ অনুষ্ঠানের দিন ওয়াহিদুর রহমান উৎপল ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। তাকে রোটারিতে অন্তর্ভুক্তিকালে শপথ বাক্য পাঠ ও পিন পরিয়ে দেন ক্লাবের অর্গানাইজার রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকার পিএইচএফ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে ১ম পুরস্কার এলইডি  টিভি রোটঃ মাহমুদুল হাসান কবির, ২য় পুরস্কার ডায়মন্ডের নাকফুল ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আলমগীর মিয়াজী এবং ৩য় পুরস্কার ৩২ পিচের ডিনার সেট পেয়েছেন রোটাঃ মাহমুদা খানম। এছাড়াও ছিলো আরো ১৫টি পুরস্কার। পরিশেষে রাত ১১ টার সময় আনন্দ ভ্রমণের পরিসমাপ্তি ঘটে হাসান আলী হাই স্কুল মাঠে এসে।

সর্বাধিক পঠিত