• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তিন শতাধিক নেতার বিশাল বহর নিয়ে চাঁদপুরে শিক্ষা সফরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ

শেখ হাসিনার নির্দেশিত পথ ধরেই এগোচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ :আল নাহিয়ান খান জয়

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ ছাত্রলীগ যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাদের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে চলছে সে প্রমাণ মিললো সংগঠনটির তিন শতাধিক নেতার চাঁদপুর সফরে। এই সফরে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মাকে সাথে নিয়ে এসেছেন। চাঁদপুরে তাদের যেসব কার্যক্রম ছিলো সকল কার্যক্রমে তাদের মাকে সামনে রেখে করেছেন। এটি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দৃষ্টান্ত।
দেশের ঐতিহ্যবাহী বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩ শতাধিক নেতা-কর্মী চাঁদপুরে শিক্ষা সফরে আসেন। গতকাল ২৮ মার্চ সোমবার দুপুর পৌনে ১২টায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের বহনকারী ঢাকা-বরিশালগামী লঞ্চ এমভি মানামি চাঁদপুর মোলহেডের কাছাকাছি আসলে চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ছোট ছোট বিভিন্ন নৌযানে করে তাদেরকে উৎসবমুখর পরিবেশে নদীপথেই স্বাগত জানায়। এ সময় অনুষ্ঠানস্থল বড় স্টেশন মোলহেডে বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে থাকা ছাত্রলীগের হাজারো নেতা-কর্মীর শ্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। পরিবেশ সৃষ্টি হয় উৎসবের আমেজে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কাছে পেয়ে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী হয়ে উঠে উজ্জীবিত। ছাত্রলীগ নেতা-কর্মীদের উষ্ণ অভ্যর্থনা শেষে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে জেলা ছাত্রলীগের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সুবিধা বঞ্চিত শিশুদের জন্যে শেখ রাসেলের নামে পাঠশালার কার্যক্রম চালুকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জীবন নির্ভর পাপেট শো ‘এক খোকার গল্প’ প্রদর্শন ও শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসব অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মাকে সবার সামনে রাখা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় চাঁদপুর জেলা ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের এমন সুন্দর আয়োজনের জন্যে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথ ধরেই এগুচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণই হলো ছাত্রলীগের মূল লক্ষ্য। দেশের ক্রান্তিলগ্নে সকল সময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতা-কর্মী। দেশ গঠনে ছাত্রলীগ কখনো লক্ষ্যচ্যুত হয়নি। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এই নীতি নিয়েই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে চলছে বাংলাদেশ ছাত্রলীগ। কাজ করতে গিয়ে কখনো নিজেদের স্বার্থ সিদ্ধির চিন্তা করেনি দলের নেতা-কর্মীরা। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ভিশন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী কাজ করবে। তিনি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা ভীত নয়, তারা কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি আগামীতেও করবে না। ঐক্যবদ্ধ চাঁদপুর জেলা ছাত্রলীগ যেভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সম্মান জানিয়েছে, তাতে তিনি সন্তোষ প্রকাশপূর্বক সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজির সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন আবু হাসান সর্দার হিমেল, ওমর ফারুক নান্টু, মোঃ শরীফুল ইসলাম, বাদশা আক্তার, মাহি চৌধুরী, হাসান তানভির সুজন প্রমুখ।
নেতৃবৃন্দ সভাস্থলে এসে পৌঁছলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পর্যাক্রমে স্বাগত জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাবেক ছাত্রলীগ নেতা চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইউব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বারাকত রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গাজী, শহর ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রনি পাটওয়ারীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন এবং তাদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত পূর্বক শিশুদের মানসিক বিকাশে শেখ রাসেলের জীবন নির্ভর পাপেট শো ‘এক খোকার গল্প’ প্রদর্শন উপভোগ করেন।