• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে আটক ৩

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ ফয়সাল (২২), মোঃ মারুফ হোসেন (১৮) ও  রবিন (১৮) নামের ৩ জনকে জনতা আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গ্রামীণবাজার এলাকায় রোববার সকালে ওই শিক্ষার্থীর মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থী রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসায় ১০ম শ্রেণিতে অধ্যয়ন করছে। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় অভিযুক্তদের পুলিশি হেফাজতে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
স্থানীয় আরিফ হোসেন, সজিব হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ইউনিয়নের গ্রামীণবাজার এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হয়। শিক্ষার্থী প্রতিবাদ করলে বখাটেরা প্রথমে শিক্ষার্থীর শ্লীলতাহানি করে। এরপর তাকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। শিক্ষার্থীর ডাক-চিৎকারে প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীকে উদ্ধার ও বখাটেদের আটক করে।
অধ্যক্ষ মিজানুর রহমান বলেছেন, ছাত্রীকে ইভটিজিং, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেছেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তিনজনকে আটক করেছি। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।