• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টংগীরপাড় উবি’র প্রধান শিক্ষকের মৃত্যু ॥ দাফন সম্পন্ন

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলার টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। তিনি ২৫ মার্চ শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
শনিবার বাদ জোহর মোহাম্মদপুর মাজার প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের আগে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, ৯নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার মোঃ জাকির হোসেন ও শিক্ষক তাফাজ্জাল হোসেনের ছোট ছেলে তারেক আজিজ। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ সকল স্তরের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।