• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালিত স্বাধীনতা দিবসে যার মনে আনন্দ আসে না সে দেশের শত্রু

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আবু তায়্যেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল ড. একেএম মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধ স্বচক্ষে দেখেছি। দেখেছি মজলুমদের লাশ ভেসে যেতে। লাখ শহীদের রক্তে গড়া এ স্বাধীনতা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধুকে। তাঁর পূর্বসূরী মরহুম মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী ও একে ফজলুল হকসহ জাতীয় নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিবার এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, স্বাধীনতা দিবসে যার মনে আনন্দ আসে না, মুক্তিযোদ্ধাদের স্মরণ করে না, তারা দেশের শত্রু। তিনি আরো বলেন, এ স্বাধীনতা অর্থবহ করতে হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলপ্রীতি, কালোবাজারী এবং সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির হোতাদের মূল উপড়ে ফেলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোনো দল নেই, এ ঘোষণা শতভাগ বাস্তবায়ন করতে হবে। আলোচনা সভায় সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আরো বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান ফকিহ মাওঃ ইকবাল হোসেন, ফকীহ মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী, ইংরেজি প্রভাষক ইলিয়াছ মাহমুদ, আল-আমিন, মাওঃ বায়েজীদ, মাওঃ কাউসার খান, হুমায়ুন কবির, মাওঃ মফিজুল ইসলাম প্রমুখ।
সভাশেষে বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সকালে উপজেলা কমপ্লেক্সে মাদ্রাসার ছাত্রগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।